প্রকাশিত: Thu, Jan 26, 2023 3:17 PM
আপডেট: Sat, May 10, 2025 7:00 AM

প্যারেন্টিং ইজ অ্যা লাইফ লং লার্নিং

হাসান মোরশেদ : ইয়েল ইউনিভার্সিটির একটি অনলাইন কোর্স করছি প্যারেন্টিং বিষয়ক। এটা শেষ করতে পারলে ইচ্ছে আছে এ বছর এই বিষয়ে আরো কিছু এডভান্স লেভেল পড়াশোনা করবো। কেন প্যারেন্টিং বিষয়ে পড়ছি? আমার দুই পুত্রের বড়জন এ বছর এলেভেল শেষ করবে, আঠারো হবে। ছোটজন হবে বারো। বড়জনের একেবারে ছোটবেলা আমি তেমন সময় দিতে পারিনি। ছোটজনের জন্মের পর থেকে দু’জনকেই সময় দেওয়া শুরু করি। গত তিনবছর থেকে প্রায় ফুলটাইম সময় দেওয়ার চেষ্টা করি। 

মোটামুটি দীর্ঘ এই সময়ের অভিজ্ঞতায় আমার মনে হয়েছে, আমাদের প্রজন্ম এবং আগামী প্রজন্মগুলোর জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ হচ্ছে প্যারেন্টিং। প্রথাগত যে প্যারেন্টিংয়ের ভেতর দিয়ে আমরা বড় হয়েছি, সেটা এখন আর কার্যকরী না। আমাদের মা-বাবা পর্যন্ত ভেবে এসেছেনÑ এটা একটা অর্গানিক ব্যাপার, অর্গানিক ওয়েতেই বহুদিন এটি কাজ করেছে। কিন্তু সমস্যা হলো, প্রযুক্তির অতি দ্রুত পরিবর্তনের ফলে সোশিও কালচারাল পরিবর্তন এতো নাটকীয়ভাবে ঘটে গেছে যে শিশুরা এখন আর শিশু থাকছে না। তাদের অপার কৌতূহল, কৌতূহল মেটানোর বহু তরিকা সহজলভ্য। মা বাবা যখনই কৌতূহল মেটাতে পারছে না, প্রশ্নের উত্তর দিতে পারছে নাÑ সে অন্যভাবে উত্তর ঠিকই পেয়ে যাচ্ছে এবং মা বাবাকে আর পাত্তা দেয়ার দরকার মনে করছে না। 

 প্রথাগত প্যারেন্টিংয়ে বড় হওয়া আমরাও বাচ্চাদের বড় করে তুলতে প্রথাগত প্যারেন্টিং প্র্যাক্টিস করতে গিয়ে তাল মিলাতে পারছিনা, হিমশিম খাচ্ছি। হঠাৎ করেই কেউ কেউ আবিষ্কার করছিÑ সব প্রয়োজন মেটানোর পরও বাচ্চারা কেমন যেনো হয়ে উঠছে, ঠিক যে রকম চাচ্ছি তেমন না। ব্যাপারটা কেবল আচরণগত না থেকে বাচ্চাদের শারীরিক সমস্যা পর্যন্ত গড়াচ্ছে। উল্লেখযোগ্য সংখ্যক বাচ্চা সোশ্যাল ডিসঅর্ডারের শিকার হচ্ছে, শারীরিক বয়স আর মানসিক বয়সের তাল ঠিক থাকছে না। প্যারেন্টিং ইজ অ্যা লাইফ লং লার্নিং। মোটামুটি দীর্ঘ বাস্তব অভিজ্ঞতার পরও আমার মনে হয়, এখনো শেখার বাকি অনেক কিছু। আরো আগে যদি শিখতাম হয়তো আরো ভালো হতো। একাডেমিক পড়ালেখা যদি আগাতে পারি, ভবিষ্যতে এ বিষয়ে আরো কথাবার্তা বলার চেষ্টা করবো। লেখক ও গবেষক